সিলেট আর্টস কলেজের ফাইন আর্টস সার্টিফিকেট কোর্স ২০২৩-২০২৪: সৃজনশীল যাত্রার সমাপনী অনুষ্ঠান
সিলেট আর্টস কলেজের এক বছর মেয়াদী ফাইন আর্টস সার্টিফিকেট কোর্স ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সফলভাবে সমাপ্ত হয়েছে। গতকাল কলেজের সমাপনী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়, যা তাদের সৃজনশীল শিল্পচর্চার এক নতুন অধ্যায়ের সূচনা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আর্টস কলেজের ট্রাস্টি জনাব হ্যারল্ড রশিদ, যিনি শিক্ষার্থীদের এ গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য এবং সিলেট আর্টস কলেজের ট্রাস্টি জনাব শামসুল বাসিত শেরো। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব ইসমাইল গনি হিমন, যিনি শিক্ষার্থীদের জন্য এই অর্জনকে ভবিষ্যতে সৃজনশীল শিল্পচর্চার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন এবং শিল্পকলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখার আহ্বান জানান। তারা শিল্পকর্মে মৌলিকতার গুরুত্ব এবং সমাজের প্রতিটি স্তরে শিল্পের প্রভাব বিস্তারের আহ্বান জানান। অতিথিরা আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে দেশের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এই সমাপনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, যা তাদের সৃজনশীল যাত্রায় নতুন প্রেরণা যোগাবে এবং সমাজে শিল্পচর্চার গুরুত্বকে আরও প্রসারিত করবে।
এ বছরের ফাইন আর্টস সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীরা শিল্পচর্চার ক্ষেত্রে হাতে-কলমে ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে বিশেষ প্রশিক্ষণ লাভ করেছেন। প্রথম ছয় মাসে তারা হাতে-কলমে চারুকলা চর্চা করেন, যা তাদের শিল্পের প্রাথমিক দক্ষতাগুলোকে সুদৃঢ় করেছে। এই সময়ে তারা অঙ্কন, রঙ, পটচিত্রসহ বিভিন্ন চারুকলা মাধ্যমে দক্ষতা অর্জন করেছেন।
পরবর্তী ছয় মাসে শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল মাধ্যমের উপর প্রশিক্ষণ লাভ করেন। এই পর্যায়ে কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার, যেমন ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এবং ২ ডি এনিমেশন প্রোগ্রামগুলোর ব্যবহার শেখানো হয়। এ ধরনের প্রশিক্ষণ তাদের সৃজনশীলতাকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার সুযোগ করে দেয়, যা বর্তমান কর্মক্ষেত্রে তাদের প্রতিযোগিতামূলক দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
এই প্রশিক্ষণের ফলে শিক্ষার্থীরা ভিডিও এডিটিং এবং ২ ডি এনিমেশনের প্রাথমিক জ্ঞান অর্জন করে, যা তাদের সৃজনশীল কাজের পরিসরকে আরও বিস্তৃত করবে।